দুবাইয়ে সমুদ্র বুকে একান্তে ছুটি কাটালেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
দীর্ঘদিন টানা ছবির কাজে ব্যস্ত থাকার পর একটু ফাঁকা হতেই টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tollywood Actress Tonushree Chakraborty) বেরিয়ে পড়েছিলেন ছুটি কাটাতে। পাড়ি দিয়েছিলেন সুদূর দুবাই (Dubai)। দুবাইয়ের সমুদ্রের বুকে সাদা ফ্লোরাল পোশাকে তনুশ্রী নজর কাড়লেন সকলের। খোলা চুল, সাদা পোশাকে আর দুবাইয়ের সমুদ্র সুন্দরী তনুশ্রীকে করে তুলেছে মোহময়ী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tollywood Actress Tonushree Chakraborty) ছবিগুলি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
পাশাপাশি তনুশ্রী শপিং করতে খুব ভালোবাসেন। শপার্স প্যারাডাইস, দুবাইয়ে চুটিয়ে শপিং করেছেন তিনি। পারফিউম, ড্রেস, জুয়েলারি থেকে আরম্ভ করে নানা রকমের মশলা কিনেছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী।
তনুশ্রী চক্রবর্তী বলেছেন, তিনি এত শপিং করেছেন যে তার ব্যাংক একাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে! এমনকি তিনি এত শপিং করেছেন যে জিনিসগুলি আনার জন্য অভিনেত্রী তনুশ্রী কে নতুন সুটকেস পর্যন্ত নিতে হয়েছে।
দেখে নিন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর দুবাই হলিডের কিছু ঝলক -
|
P.C. Actress Tonushree Chakraborty
|
|
P.C. Actress Tonushree Chakraborty
|
|
P.C. Actress Tonushree Chakraborty
|
|
P.C. Actress Tonushree Chakraborty
|
|
P.C. Actress Tonushree Chakraborty
|
|
P.C. Actress Tonushree Chakraborty |
No comments