Breaking News

প্রকাশ্যে 'দুজনে'র অফিশিয়াল পোস্টার | Filmy Network | Dujone

ড় পর্দার অন্যতম সফল জুটি সোহম - শ্রাবন্তী। অমানুষ, পিয়া রে, ফান্দে পরিয়া বগা কান্দে রে, গুগলি -র মত বিভিন্ন ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এবার শ্রাবন্তী চ্যাটার্জি এবং সোহম চক্রবর্তীকে দেখা যাবে হইচই ওয়েব সিরিজ, দুজনে (Dujone) তে। 

'দুজনে' (Dujone) সিরিজটির অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার এবং ট্রেলার আগেই প্রকাশ্যে এসেছে। আজ মুক্তি পেল 'দুজনে'র অফিশিয়াল পোস্টার। 

Dujone Official Poster
Official Poster : DUJONE

প্রমিতা ভট্টাচার্য পরিচালিত 'দুজনে' সিরিজটির মুখ্য চরিত্রে থাকছেন সোহম এবং শ্রাবন্তী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত, অদ্রিজা রায়, দেবশঙ্কর হালদার প্রমুখ। 

৯ই জুলাই 'দুজনে' (Dujone) সিরিজটি হইচই (Hoichoi) অফিসিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। 


No comments