Breaking News

কেন বদলালো সোহম? প্রশ্ন শ্রাবন্তীর, দেখুন 'দুজনে'র ট্রেলার | Filmy Network | Dujone

রূপোলি বড় পর্দায় আগেই জুটি বেঁধেছিলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। এবার একসাথে জুটি বেঁধে পা দিলেন ওয়েব সিরিজের দুনিয়ায়। আসছে 'হইচই' এর নতুন ওয়েব সিরিজ  'দুজনে' (Dujone)। 'দুজনে' -র মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী এবং সোহম -কে। আজ প্রকাশ্যে এল 'দুজনে'র ট্রেলার। 

অমর ও অহনা - এই দুই মানুষের জীবনকে ঘিরে 'দুজনে' গল্প। সোহমকে দেখা যাবে অমরের চরিত্রে এবং শ্রাবন্তী থাকছে অহনার চরিত্রে। ট্রেলারের প্রথমেই দেখানো হয়েছে ভালোবাসা ও সম্পর্কের জটিলতা কথা। অহনার কাছে অমর অচেনা হয়ে উঠতে থাকে। অমর কি কিছু লুকাচ্ছে? জমতে থাকে উত্তেজনা। থ্রিলারধর্মী এই সিরিজের ট্রেলারে 'ও মাই লাভ' গানের ব্যবহার কিছুটা নস্টালজিয়া করে তোলে দর্শকে। 


শ্রাবন্তী ও সোহম ছাড়াও এই 'দুজনে' সিরিজে থাকছেন  দেবশঙ্কর হালদার, রাজদীপ গুপ্তা, অদ্রিজা রায়ের মতো অভিনেতারা। প্রমিতা ভট্টাচার্য পরিচালিত 'দুজনে' সিরিজটি 'হইচই'-তে মুক্তি পাবে ৯ই জুলাই। 

No comments