বাবাকে হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য! - Filmy Network
অনেক আগেই নিজের বাবাকে হারিয়েছিলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। এবার হারালেন আরেক বাবা তথা শ্বশুর মশাইকে। বৃহস্পতিবার মস্তিষ্কে হ্যামারেজের কারনে প্রয়াত হয়েছেন অপরাজিতা আঢ্যের শ্বশুরমশাই।
জানা গেছে, অপরাজিতা আঢ্যের শ্বশুরমশাই কয়েকদিন আগে বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আর পড়ে গিয়ে গুরুতর চোট পান মাথায়। মস্তিষ্কের ভিতরে ক্ষত বাড়তে থাকে এবং অবশেষে তিনি মারা যান।
টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) শ্বশুরের মৃত্যুর খবর নিজেই নেটমাধ্যমে জানিয়ে লিখেছেন, 'আমার আর বাবা বলে ডাকার কেউ রইল না।'
শোকের ছায়া অভিনেত্রী অপরাজিতা আঢ্য -এর পরিবারে।
Sad
ReplyDelete