Breaking News

এবার শ্রাবন্তীর প্রেমে পড়লেন শাশ্বত চট্টোপাধ্যায়! FILMY NETWORK

সুন্দরী শ্রাবন্তীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়! হ্যাঁ, ঠিকই পড়েছেন। তবে বাস্তবে নয়, সিনেমায়। সৌজন্যে পরিচালক মানস বসুর ছবি ‘ছবিয়াল’। এই ছবিতেই শাশ্বত চট্টোপাধ্যায়-এর বিপরীতে প্রথমবার দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সম্প্রতি মুক্তি পেল 'ছবিয়াল'-এর  পোস্টার। ইতিমধ্যেই যা নিয়ে ভক্তদের মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। 
Poster : CHOBIYAL
'ছবিয়াল' ছবিটি মূলত এক ফটোগ্রাফারকে নিয়ে। যার নাম হাবুল ( শাশ্বত চট্টোপাধ্যায়)। যার শ্মশানের ধারে একটি স্টুডিও রয়েছে এবং যে মূলত শ্মশানে মৃত ব্যক্তিদের ছবি তোলে। একদিন সেই শ্মশানেই আসে সুন্দরী এক জমিদার গিন্নি। নাম লাবন্য ( শ্রাবন্তী চট্টোপাধ্যায়)। যাকে দেখে তাঁর প্রতি আকৃষ্ট হয় হাবুল। আর ধীরে ধীরে দুজনের মধ্যে ভালবাসা তৈরি হয় এবং হাবুলের স্টুডিওতে এসে থাকতেও শুরু করে লাবন্য। এভাবেই এগিয়েছে 'ছবিয়াল' ছবিটির গল্প। 


'পরমহংসা চিত্রম' প্রযোজিত মিলন দত্ত নিবেদিত ‘ছবিয়াল’ আগামী ৭ই ফেব্রুয়ারী ২০২০ তে মুক্তি পেতে চলেছে।

No comments