দেখুন স্বস্তিকার নতুন লুকের কিছু এক্সক্লুসিভ ছবি | FILMY NETWORK
টলিউডের তিনি একমাত্র বোল্ড এবং স্টাইলিশ অভিনেত্রী। হ্যাঁ ঠিকই ধরেছেন। কথা বলছি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এবার তিনি ধরা দিলেন একদমই নতুন এক লুকে।
সাজ পোশাক নিয়ে যথেষ্ট সচেতন স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের লুক' নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। প্রতিবারই হাজির হন নতুন নতুন লুক নিয়ে এবং জয় করেন ভক্তদের মন।
সম্প্রতি স্বস্তিকা তাঁর চুলে ধূসর রং করেন এবং হাজির হন ছোট চুলের নতুন লুক নিয়ে। সোশ্যাল দুনিয়ায় সেই ছবি পোস্ট করেন তিনি। ছবি পোস্ট করে একটি মজার ক্যাপশনও লেখেন স্বস্তিকা। ক্যাপশনটি হল, আমাকে ঠাকুমা বলে ডাকবে! কেই বা এসব কেয়ার করে! নতুন লুক, কারণ আগের লুকে আমি বোরড হয়ে গিয়েছি। নিজের সোশ্যাল মিডিয়ায় একাউন্টে নতুন লুক পোস্ট করার সাথে সাথেই ওঠে প্রশংসার ঝড়। তবে তাঁর এই নতুন লুককে ঘিরে বিতর্কও সৃষ্টি হয় সোশ্যাল দুনিয়ায়। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অবশ্য তা দারুন ভাবে সামাল দেন।
No comments