ফের বিয়ের পিঁঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী জুন মালিয়া
অভিনেত্রী নুসরত জাহানের পর এবার নাকি ছাদনাতলায় বসতে চলেছেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া৷ দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। ঘর বাঁধতে চলেছেন দীর্ঘদিনের বন্ধু তথা প্রেমিক এর সঙ্গে।
প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ছেলে শিবেন্দ্র এবং মেয়ে শিবাঙ্গিনীকে নিজের হাতে বড় করে তোলেন জুন। দুই ছেলেমেয়েই শৈশব পেরিয়ে প্রায় যৌবনে। তাই এবার নিজের জন্য নতুন করে স্বপ্ন সাজাচ্ছেন অভিনেত্রী জুন, এমনটাই জানাচ্ছে তার ঘনিষ্ঠ মহল।
শোনা যাচ্ছে যে জুন চলতি বছর আগামী পয়লা ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ পাত্র দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়। সৌরভ কোন অভিনেতা নন। তিনি শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী৷
আরও পড়ুনঃ
সূত্র মারফত জানা গেছে যে, ১লা ডিসেম্বর পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের নিয়ে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারবেন জুন ৷ তবে এ বিষয়ে অবশ্য জুন মালিয়া বা সৌরভ চট্টোপাধ্যায়ের তরফে প্রকাশ্যে কিছুই জানানো হয়নি।
No comments