মুক্তি পেল সৃজিতের 'গুমনামি'র ট্রেলার - Filmy Network
রবিবার প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বহুল চর্চিত ছবি ‘গুমনামী’-র ট্রেলার।
অনেক প্রশ্ন নিয়েই মুক্তি
পেল ‘গুমনামি’ ছবির ট্রেলার । ট্রেলারে দেখা যাচ্ছে গুমনামি বাবা কি নেতাজি ? নেতাজি
মারা যাননি? – এই সব প্রশ্নের প্রমাণ ‘মিস্টার ধর’ তুলে ধরছেন মুখার্জি কমিশনের কাছে । এছাড়াও দেখা যাচ্ছে ‘মিস্টার ধর’ ব্যক্তিগত জীবন
ভুলে এই গুমনামি বাবার রহস্য সমাধানে মেতে উঠেছিলেন ।
বাঙালি তথা ভারতবাসী ১৮ই আগষ্ট
১৯৮৫ দিনটিকে কোন দিন ভুলবে না । এই দিনেই ঘটেছিল তাইহকু বিমান দুর্ঘটনা। মৃত্যু
হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বোসের! সত্যিই কি নেতাজি মারা যান? নাকি তিনি আত্মগোপন
করেন? এই রহস্য থেকেই গেছে । তাইহকু বিমান দুর্ঘটনা থিওরি, রাশিয়ান থিওরি ও গুমনামি থিওরিকে
নিয়েই পরিচালক সৃজিত মুখার্জি তৈরি করেছেন এই ছবিটি ।
'গুমনামী' ছবিতে অনির্বাণ চট্টোপাধ্যায় |
আগেই গুমনামি বাবার ভূমিকায় অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়ের লুকে ব্যপক ভাবে দর্শক পছন্দ করেছিল । ছবিতে মিস্টার ধর -এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অনির্বাণ চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর
চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে । ট্রেলারটি বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পেয়েছে
। সব ঠিক থাকলে চলতি বছর দুর্গাপূজার সময় মুক্তি পাবে এই ছবিটি।
দেখুন 'গুমনামী' ছবির ট্রেলারঃ
দেখুন 'গুমনামী' ছবির ট্রেলারঃ
No comments