Breaking News

হাওয়াই উড়ে গেল গায়িকা মোনালির পোশাক! দেখুন ভিডিও

মার্লিন মনরোর মতো করে ছবি তুলতে গিয়ে স্কার্ট উড়ে গিয়েছিল শিল্পা শেট্টির। তেমন কান্ডই ঘটালেন মোনালি ঠাকুর।

মার্লিন মনরো বলতেই এখনো চোখে ভাসে সেই উড়ে চলা সাদা ফ্রক গায়ে অনাবিল হাসি। সম্প্রতি কিংবদন্তি মার্লিন মনরোর কায়দায় ছবি তুলতে গিয়ে ভাইরাল হলেন গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur)। উড়ে গেল মোনালির স্কার্ট। স্কার্ট উড়ে যাওয়ার এই  ভিডিও স্লো মোশন করে তিনি নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টও করেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মোনালি ঠাকুরের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, স্কার্ট উড়ে যাওয়ার পর মুখে হাত দিয়ে লজ্জা ভাব এনে মুহুর্তে মার্লিন মনরো কায়দায় তা ম্যানেজ করে নিলেন মোনালি ঠাকুর।

No comments