Breaking News

জাতীয় সংগীতকে ‘অপমান’, বাংলাদেশি গায়ক নোবেলকে একহাতে নিলেন ইমন


রবীন্দ্রনাথ ঠাকুরকে বেনজিরভাবে অপমানের অভিযোগ উঠল 'সা রে গা মা পা' ২০১৯-এর প্রতিযোগী বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে৷ অপমানজনক এই মন্তব্যের পর তাঁর সমালোচনায় সরব সকলে৷ ভীষনই ক্ষুব্ধ গায়িকা ইমন চক্রবর্তীও৷ 

সদ্য সমাপ্ত জি বাংলার রিয়ালিটি শো ‘সা-রে-গা-মা-পা’ -তে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন নোবেল ৷ তাতে তৃতীয় হয়েছেন তিনি৷ বহু মানুষের মন জয় করা মাঈনুল আহসান নোবেল আপাতত বাংলাদেশেই রয়েছেন৷ সেখানেই একটি সাক্ষাৎকার দিতে দেখা যায় তাঁকে৷ ওই সাক্ষাৎকারে নোবেল বলেন, ‘‘রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের আবেগ। বাংলাদেশের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই সোনার বাংলার যোগ অনেক বেশি৷ এমনকী এই গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক, এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল।’’

ওই অনুষ্ঠানের ক্লিপিংস ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ আর তারপরই নোবেলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। 



নোবেলের মন্তব্যের বিরোধিতা করেছেন গায়িকা ইমন চক্রবর্তী৷ সাক্ষাৎকারটি দেখার পর নোবেলকে ‘চাবকাতে’ ইচ্ছাও প্রকাশ করেন তিনি৷ ইমন বলেছেন, ‘‘শুধুই যে নোবেল বাংলাদেশকে অপমান করেছেন, জাতীয় সংগীতের অবমাননা করেছেন এমন নয়, বাঙালির সাংস্কৃতিক আত্ম্যাভিমানে আঘাত করেছেন। একজন শিল্পী হিসেবে আমি এর প্রতিবাদ করেছি।’’ পাশাপাশি ইমনের আরও বলেছেন, বড় দিদির মতো তাঁকে শাসন করতে চেয়েছেন৷ কারন নোবেল তাঁর থেকে বয়সে অনেকটাই ছোট৷

No comments