Breaking News

অভিনেত্রী তনুশ্রী জন্মদিন কাটালেন একটু অন্যভাবে | Filmy Network


তনুশ্রী চক্রবর্তী টলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী। কাল  ৩৫ বছরে পা দিলেন টলিপাড়ার মিষ্টি এই অভিনেত্রী। ১৯৮৪ সালের ৬ ই আগস্ট তনুশ্রী জন্মগ্রহণ করেছিলেন। নিজের ৩৫ তম জন্মদিনটা একটু অন্যরকম ভাবে কাটালেন। 

হলুদ চুড়িদার, কামিজ এবং মাথায় ওড়না দিয়ে সকাল সকাল তনুশ্রী পৌঁছে গিয়েছিলেন কালিয়া শরীফে। ধর্মীয় বাছবিচার না করে সেখানে কিছু অভুক্ত - দরিদ্র মানুষের হাতে তুলে দেন খাবার। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর হাত থেকে খাবার পেয়ে খুশি হন তাঁরা। সকলে তাকে শুভেচ্ছাও জানান।


অভিনেত্রী তনুশ্রী এই মানবিক প্রয়াস প্রমাণ করে তিনি আর পাঁচটা সেলেবদের থেকে আলাদা এবং যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

No comments