Breaking News

প্রয়াত বাংলার প্রবীণ অভিনেতা নিমু ভৌমিক | Filmy Network

প্রয়াত হলেন বাংলা সিনেমার জনপ্রিয় কৌতুকাভিনেতা নিমু ভৌমিক। মৃত্যু কালে তাঁর বয়স ৮৪ বছর। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা নিমু ভৌমিক। 

প্রসঙ্গত, অসুস্থতার জন্য হাসপাতালেও ভর্তিও ছিলেন তিনি৷ তবে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয় তাঁকে৷ কিন্তু মঙ্গলবার বিকেলে গড়িয়ার তাঁর নিজের বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।

১৯৩৫ সালে দিনাজপুরে জন্ম হয় নিমু ভৌমিকের৷ 'ছোটো বউ', 'দাদার কীর্তি', 'বাঘিনী', 'রাজা রানী বাদশা', 'অপরাজিতা', 'দেবতা' সহ একাধিক বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন৷ নিমু ভৌমিক অভিনয় ছাড়াও যোগ দিয়েছিলেন রাজনীতিতে৷


নিমু ভৌমিক কৌতুকাভিনয়ের জন্য দর্শকের মনে স্মরনীয় হয়ে থাকবেন।


No comments