Breaking News

প্লেব্যাক সিঙ্গার হতে চান 'সারেগামাপা' বিজয়ী অঙ্কিতা | Filmy Network


সারেগামাপা' বদলে দিয়েছে অঙ্কিতা ভট্টাচার্যের জীবনটা। ২০১৯ সারেগামাপা বিজয়ী দ্বাদশ শ্রেণির ছাত্রী অঙ্কিতার স্বপ্ন প্লেব্যাক।

বাড়িতে মা ও বাবার কাছ থেকে গানের তালিম শুরু। মা-বাবা ছাড়া, গোবরডাঙার রাধাপদ পাল এবং পরবর্তীকালে রথীজিৎ ভট্টাচার্যের কাছে গত ৭ বছর ধরে গান শিখছে অঙ্কিতা। আশা ভোঁসলেকে আইডল হিসাবে মানা অঙ্কিতার ভীষণ পছন্দের গায়িকা শ্রেয়া ঘোষাল, পাশাপাশি কিশোর কুমার, সোনু নিগম, সুনিধি চৌহান সহ অনেকের গানই শুনতেও বেশ ভালো লাগে তাঁর।
সারেগামাপা'র জন্য বহুদিন বাড়ির বাইরে। কামাই হয়েছে স্কুল। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে অঙ্কিতা। তাই এবার সে মন দিতে চায় পড়াশোনায়। ভালো করে দিতে চায় উচ্চমাধ্যমিক। তবে ভবিষ্যতে কি হতে চান সেই প্রসঙ্গে এবারের 'সারেগামাপা' বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য জানিয়েছেন, হারিয়ে যেতে চাই না। গানই আমার সব, আমি প্লেব্যাক সিঙ্গার হতে চাই।  

No comments