প্রকাশ্যে বিবাহ অভিযানের ট্রেলার | FILMY NETWORK
পরিচালক বিরসা দাশগুপ্তের 'বিবাহ অভিযান'-এর পোস্টার আগেই মুক্তি পেয়েছিল। এবার প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। তিন যুগলকে ঘিরে এই সিনেমা। রুদ্রনীল-সোহিনী, অঙ্কুশ-নুসরাত, অনির্বাণ-প্রিয়াঙ্কা হল সেই তিন যুগল।
ট্রেলারে দেখা যাচ্ছে, রজত (রুদ্রনীল) নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে। ভাগ্যক্রমে তার বিয়ে হয় সুশ্রী মায়ার (সোহিনী) সঙ্গে। যে সারাদিন সিরিয়াল ও পুজো নিয়ে ব্যস্ত। এসবের কারণে রজত তার বউয়ের কাছে ঘেঁষতে পারে না। এদিকে রজতের খুবই কাছের বন্ধু অনুপম (অঙ্কুশ) প্রতিবাদী, সমাজকর্মী রাইয়ের (নুসরাত) প্রেমে পড়ে। তারা বিয়েও করে। বিয়ের পর দুই বন্ধুরই দাম্পত্য জীবনে আসে জটিলতা। তারা বউয়ের কাছ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে বুলেট সিং (অনির্বাণ) মালতিকে (প্রিয়াঙ্কা) ভালোবাসে তাকে কাছে পেতে চায়। সবকিছু মিলিয়ে তৈরি হয় মজাদার পরিস্থিতির।
রোমান্টিক কমেডি ঘরানার এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুদ্রনীল ঘোষ। সংগীতের দায়িত্বে রয়েছেন জিৎ গাঙ্গুলী। এস ভি এফ প্রযোজিত 'বিবাহ অভিযান' মুক্তি পাচ্ছে ২১শে জুন।
No comments