Breaking News

শিলাজিতের প্রেমের সায়ন্তনী... করছেন 'টোটাল মস্তি'


    শিলাজিৎ-এর প্রেমে পরেছেন সায়ন্তনী গুহঠাকুরতা। সৌজন্যে 'টোটাল মস্তি' ছবি। 'ডামাডোল' ছবির পরিচালক কমল রায়ের নতুন ছবি এটি। আর এই ছবিতে অভিনেতা শিলাজিৎ-এর সঙ্গে প্রেম করতে দেখা যাবে অভিনেত্রী সায়ন্তনীকে।

      এটি একটি পুরোপুরি কমেডি ছবি হতে চলেছে, তা ছবির নাম দেখলেই বোঝা যায়। ছবির গল্প সম্পর্কে জানা গেছে যে, লাস্যময়ী সুন্দরী নিশার সঙ্গে পার্থর প্রেমের সম্পর্ক রয়েছে। পার্থ মধ্যবয়সী এক বিবাহিত পুরুষ। যাঁর স্ত্রীর নাম অঞ্জলি এবং তিনি অর্থের লোভে অঞ্জলিকে বিয়ে করেছিলেন। বউকে না জানিয়ে তিনি নিশাকে নিয়ে মন্দারমনি যান। এদিকে অঞ্জলি তার স্বামীর সকল ব্যাপার জানতে পারে এবং তিনি  স্বামী ও তার প্রেমিকাকে হাতেনাতে ধরতে মন্দারমনি হানা দেন।

     ছবিতে সায়ন্তনী  গুহঠাকুরতা-র চরিত্রের নাম নিশা। পার্থর চরিত্রে রয়েছেন শিলাজিৎ মজুমদার এবং তার স্ত্রীর চরিত্রে সোনালী চৌধুরী অভিনয় করছেন। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিন্দম গুহ। শত্রুজিৎ দাশগুপ্ত রয়েছেন ছবির সঙ্গীতের দায়িত্বে।

Actress Sonalee Chaudhury

      ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে। কলকাতা ও মন্দারমনিতে ছবির শুটিং হবে। 'টোটাল মস্তি' এবছরই মুক্তি পাবে বলে জানা গেছে।

No comments