টলিউডের বাদশাকে শুভেচ্ছা বার্তা বলিউডের শাহেনশাহর । FILMY NETWORK
টলিউডের সুপারস্টার তিনি। আবার টলিউডের বাদশাও তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি অভিনেতা জিৎ। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে তিনি হয়ে উঠেছেন টলিউডের বস। শীঘ্রই মুক্তি পেতে চলেছে জিৎ-এর পঞ্চাশতম ছবি 'শেষ থেকে শুরু'। চলচ্চিত্র জগতে জিৎ-এর এই সফরকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা জানালেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত, অভিনেতা জিৎ বলিউড শাহেনশার বড় ভক্ত তা সকলের জানা। ২০১৪ সালে 'বচ্চন' নামে একটি সিনেমাও করেন তিনি। সিনেমাটিতে বচ্চনের বিভিন্ন সংলাপ বলতে এবং বচ্চনের স্টাইলে নাচতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় জিৎ এক মিনিট পনেরো সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। পুরো ভিডিও জুড়ে অমিতাভ বচ্চন করেছেন জিৎ এর প্রশংসা। ভিডিওটিতে বচ্চন বলেছেন, তাঁর প্রতি জিৎ-এর ভালোবাসা, শ্রদ্ধা দেখে তিনি অভিভূত। তিনি জিৎ এর ছবি দেখেছেন এবং তার তা ভালো লেগেছে তাও তিনি জানিয়েছেন। জিৎ এর পঞ্চাশতম ছবি 'শেষ থেকে শুরু'র জন্য শুভেচ্ছা বার্তা জানাতেও ভোলেননি তিনি। পরিশেষে বাংলায় বচ্চন 'ভালো থাকবেন। নমস্কার।' বলে ভিডিওটি শেষ করেছেন।
Touched and Humbled Sir @SrBachchan .you are an institution to me and many.... I am speechless . Love you forever. Thank you so much for all your blessings. 🙏🤗 ❤ #SheshThekeShuru #ReleadingEid2019 #Jeet_50thfilm pic.twitter.com/YOvePvaqFY— Jeet (@jeet30) May 25, 2019
No comments