মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে পা অভিনেত্রী মিমি ও নুসরাতের
লোকসভা নির্বাচনের ঘোষণার পরই পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই তালিকায় যোগ হয়েছে বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রীর নাম। নিঃসন্দেহে যা সকলের চমকের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান-কে এবার দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করছেন তৃণমূল কংগ্রেস মমতা। মিমি প্রার্থী হবেন এমন কোন আগাম খবর না থাকলেও, নুসরাতের প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল আগের থেকেই। নুসরাতকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। আর মিমিকে যাদবপুরের প্রার্থী করা হয়েছে।
প্রসঙ্গত আগের লোকসভা নির্বাচনে দশ জন সেলিব্রেটিকে প্রার্থী করা হলেও এবার সেই সংখ্যাটা কম হয়েছে সাত। অভিনেত্রী সন্ধ্যা রায় এবং অভিনেতা তাপস পালকে প্রার্থী করা হয়নি। তবে এবারেরও তৃণমূলের হয়ে ভোটে লড়বেন অভিনেতা দেব, অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেত্রী মুনমুন সেন, খেলোয়ার প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং নাট্যাভিনেত্রী অর্পিতা ঘোষ।
No comments