Breaking News

মিমির পর এবার নুসরত... ভোটের জন্য ছবিতে না ! - FILMY NETWORK


     সামনেই লোকসভা নির্বাচন।  পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন অভিনেত্রী নুসরত। শুরু করে দিয়েছেন ভোটের প্রচার। এদিকে পরিচালক ত্রিদিব রমনের 'উড়ান' ছবির মুখ্য ভূমিকায় কাজ করার কথা ছিল নুসরতের। কিন্তু বাদ সেধেছে নুসরতের ভোটের প্রচার। শুটিংয়ের জন্য 'ডেট' বের করাই মুশকিল হয়ে পড়েছিল এই অভিনেত্রীর। তাই শেষ মুহূর্তে তিনি সরে গেলেন 'উড়ান' ছবি থেকে। উল্লেখ্য যে, এর আগে অভিনেত্রী মিমিও একই কারনে 'বিবাহ অভিযান' ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন।

     অভিনেত্রী নুসরত জাহানের বদলে ছবিতে এলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, নুসরতই তাদের প্রথম পছন্দ ছিল। তবে ডেট নিয়ে একটু সমস্যা হচ্ছিল। সেই কারণে শ্রাবন্তীকে নেওয়া হয়েছে।''

Srabanti Chatterjee
      জানা গেছে ২৫ দিনের মধ্যে এই ছবিটির শুটিং সম্পূর্ণ করার কথা রয়েছে এবং আগামী ৫ই এপ্রিল থেকে ছবির শুটিং শুরু হচ্ছে।

No comments