নতুন রূপে যিশু... দেখুন 'এক যে ছিল রাজা' ছবির পোস্টার
পরিচালক সৃজিত মুখার্জির 'এক যে ছিল রাজা' সিনেমার টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ চরমে উঠেছিল। সেই আগ্রহ আরো বাড়িয়ে দিল এই ছবির পোস্টার। সকলেরই জানা ভাওয়াল রাজার কাহিনী 'এক যে ছিল রাজা ' সিনেমাতে মুখ্য ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত । চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে কতটা বদলেছে, তা সদ্য প্রকাশিত পোস্টারটি দেখলেই বোঝা যায়।
Poster : 'Ek Je Chillo Raja' |
মাথায় জটা, গায়ে ভস্ম আর মাটির প্রলেপ এবং এক টুকরো কাপড় পরিহিত সন্ন্যাসী বেশি যিশুর লুক বিস্মিত করেছে সকলকে এবং তিনি হয়ে উঠেছেন সকলের আলোচনার কেন্দ্রবিন্দু। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্ প্রযোজিত 'এক যে ছিল রাজা ' সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ১২ই অক্টবর পর্যন্ত।
Nice
ReplyDelete