Breaking News

দেখুন 'গার্লফ্রেন্ড' সিনেমার নতুন গান 'আলতো ছুঁয়ে'

     রাজা চন্দ পরিচালিত 'গার্লফ্রেন্ড ' সিনেমার নতুন গান 'আলতো ছুঁয়ে ' প্রকাশ পেল। গানটিতে বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখার্জী-কে রোমান্স করতে দেখা যাচ্ছে। গানে সরলতাপূর্ণ বনি এবং লাল-সাদা ঢাকাই জামদানি শাড়িপরিহিতা কৌশানি মুগ্ধ করবে আপনাকে। প্রেমের দুষ্টু-মিষ্টি পাগলামি, খুনসুটি সবই সুন্দরভাবে ফুটে উঠেছে গানটিতে। সবার আড়ালে লুকিয়ে প্রেম করার আনন্দও অনুভব করতে পারবেন। 'আলতো ছুঁয়ে ' গানের গীতিকার হলেন রাজা চন্দ এবং গানটির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী । গানটি গেয়েছেন ইয়াসির দেশাই এবং আকাঙ্খা শর্মা । হালকা মিউজিকের রোমান্টিক এই গানটি অন্যান্য গানের থেকে একটু আলাদা; তবে ভীষণ সুন্দর। ভালো লাগবে আপনার। 
এখনই দেখে নিন 'আলতো ছুঁয়ে ' গানের ভিডিও ➡️

  

No comments