দেখুন সোহম-মাহির 'তুই শুধু আমার' ছবির গান 'মনের কথা বল'
এসকে মুভিজ প্রযোজিত 'তুই শুধু আমার' ছবির প্রথম গান প্রকাশ পেলো। গানের নাম 'মনের কথা বল'। রোমান্টিক এই গানটি গেয়েছেন শান এবং মধুরা। সোহম চক্রবর্তী এবং মাহিয়া মাহি দুরন্ত অন-স্ক্রিন রোমান্স সাথে লন্ডনের সুন্দর সব লোকেশন - মন জয় করে নেবে আপনার। দেরি না করে এখনি দেখুন গানটি :
No comments