Breaking News

প্রকাশ হলো 'সুলতান দ্য সেভিয়র'-এর ট্রেলার...ঈদে আসছেন জিৎ

     এবার ঈদে বক্সঅফিস কাঁপাতে জিৎ নিয়ে আসছেন তার ছবি 'সুলতান দ্য সেভিয়ার'। পরিচালক রাজা চন্দ পরিচালিত ছবিটি মূলত অ্যাকশনধর্মী বাণিজ্যিক ছবি। সম্প্রতি প্রকাশ্যে এলো ছবিটির ট্রেলার ।
     জিৎ  ফ্লিমওয়ার্কসসুরিন্দর ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এই ছবিটিতে জিতের বিপরীতে প্রথমবার দেখা যাবে ওপার বাংলার মিষ্টি অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম -কে। এছাড়াও প্রিয়াঙ্কা সরকার ,কাঞ্চন মল্লিক সহ অনেকে থাকছেন এই ছবিতে। শুটিং শেষ। ব্যাংকক, বাংলাদেশ এবং কলকাতায় হয়েছে ছবিটির শ্যুটিং। 'সুলতান দ্য সেভিয়ার' ১৫ই জুন  মুক্তি পাবে।


No comments