পরমের সোনার পাহাড় আসছে জুলাইয়ে... দেখুন ট্রেলার
অভিনেতা পরম চট্টোপাধ্যায় বড়পর্দায় পরিচালনায় ফিরছেন। ছবির নাম হলো 'সোনার পাহাড়'। মা এবং ছেলের সম্পর্কের গল্পই এছবির বিষয়। পরিচালকের কথায়, " 'সোনার পাহাড়' একজন বয়স্ক মহিলা এবং একটি বাচ্চার অসমবয়সী বন্ধুত্বের গল্প"। দীর্ঘদিন পর এই ছবির মাধ্যমে অভিনেত্রী তনুজা ফিরছেন বাংলা ছবিতে। সৌমিত্র-তনুজা জুটিকে দেখা যাবে এই ছবিতে। অভিনেতা যীশু সেনগুপ্ত থাকছেন ছবির অন্যতম এবং গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়াও অরুণিমা ঘোষ এবং পরম স্বয়ং থাকছেন এই ছবিতে।
No comments