বাজছে আগমনীর সুর... 'উমা' আসছে জুন মাসে...!
অকালবোধন...। 'উমা' আসছে কয়েক মাস পরেই।
পরিচালক সৃজিত মুখার্জির ছবি 'উমা' কে ঘিরে দর্শক মহলে ইতিমধ্যেই দারুন উৎসাহে তৈরি হয়েছে। উল্লেখ্য গত বছর দশমীতে 'উমা'-র বোধন হয়ে যায়; প্রকাশিত হয় ছবিটির ফার্স্ট লুক। সম্প্রতি মুক্তি পেলো ছবিটির নতুন পোস্টার। আগামী ৮ই জুন 'উমা'-র শুভমুক্তি।
'Uma' Official Poster |
কানাডিয়ান ছেলে ইভান লিভারসেজের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সৃজিতের এই ছবিটি। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইভানের জন্য ক্রিসমাস উৎসব এগিয়ে নিয়ে আসা হয়েছিল। এই ছবিতে পরিচালক সৃজিত দেখাবেন- দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত এক মেয়ে এবং তার স্বপ্ন পূরণে সচেষ্ট এক বাবার কাহিনী। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা দিতে চলেছেন যিশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সারাকে। যিশু সেনগুপ্তসহ শ্রাবন্তী, অঞ্জন দত্ত ,রুদ্রনীল, অনির্বাণ, সায়ন্তিকা-ও থাকছেন এই ছবিতে।
No comments