Breaking News

রাজ চক্রবর্তীর স্বপ্ন সত্যি হতে চলেছে


দীর্ঘ ১১ বছর পর পরিচালক রাজ চক্রবর্তীর স্বপ্ন বাস্তবে রুপ পেতে চলেছে এস ভি এফ এর হাত ধরে । রাজ চক্রবর্তী তাঁর জীবনে প্রথম সিনেমা করার চেষ্টা করেছিলে । তবে ওই সময় কোনো প্রোযোজক সংস্থা এগিয়ে আসতে সাহস পান নি । শেষমেষে এস.ভি.এফ এর হাত ধরে 'টং লিং' আসতে চলেছে বড়ো পর্দায় ।


"টং লিং ! টং লিং! টং লিং!
 ভয় নেই ! ভয় নেই ! ভয় নেই !
 ভয় না পাওয়ার গল্প 'টং লিং' "।

 লীলা মজুমদারে 'টং লিং' গল্প অনুসারে রাজ চক্রবর্তীর 'টং লিং'-কে সিনেমার পর্দায় আনতে চলেছেন । 'টং লিং' সাধারনত বাচ্ছাদের গল্প , একটা সাহসের গল্প । এই গল্পে এক বাচ্ছা ছেলের সাহসের কাহীনি ফুটে উঠবে । কীভাবে ছেলেটি অনেক দুর্সাহসিক কাজ করবে । এই সিনেমার মুখ্য ভুমিকায় দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায়, পদ্মনভ, রুদ্রনীল , অরিত্র । দেখা যাক 'টং লিং' কে দর্শক কতটা আাপন করে নিতে পারে ।‌  

No comments