Breaking News

'ইন্সপেক্টর নটি কে' টিমের ইটালি শ্যুটিংয়ের অভিজ্ঞতা..

অশোক পাতি পরিচালিত 'ইন্সপেক্টর নটি কে' দুই বাংলাতেই মুক্তি পেয়েছে। জিৎ এবং ফারিয়া আবারো একসঙ্গে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যে জমে ক্ষীর তা বক্সঅফিসের সাফল্য দেখেই বোঝা যায়।
'ইন্সপেক্টর নটি কে' পুরোপুরি একটি বাণিজ্যিক ছবি। আর বাণিজ্যিক ছবি মানেই বিদেশে দারুন দারুন সুন্দর সব লোকেশন। ইতিমধ্যে যারা ছবিটি দেখেছেন তাদের মন কেড়েছে জিৎ-ফারিয়ার অভিনয় সহ চমৎকার সব দৃশ্য। 'ইন্সপেক্টর নটি কে' সিনেমার অনেকটা অংশ শুটিং হয় ইটালির জেনোয়াতে। ইটালিতে শুটিং প্রসঙ্গে অভিনেত্রী ফারিয়া বলেছেন, 'জেনোয়া অসাধারণ সুন্দর একটি জায়গা। শুটিংয়ের অভিজ্ঞতা ছিল অসাধারণ। তিনি খুব খুশি।' তিনি আরো বলেছেন, এবার তার জন্মদিন তিনি ওখানেই উদযাপন করেছেন। এই প্রসঙ্গে অভিনেতা জিৎ বলেছেন, 'তিনি একাধিকবার ইটালি গেলেও জেনোয়াতে দ্বিতীয়বার গেলেন। সেখানে মজার সঙ্গে শুটিং করেছেন।'



অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরিচালক অশোক পাতি বলেছেন, 'প্রায় ২৫ দিন তারা ইটালিতে শুটিং করেছেন। কিন্তু একবারও মনে হয়নি দেশে নেই।  ওখানে বহু বাঙালি রয়েছেন এবং বহু ভারতীয় খাবারের দোকান রয়েছে।' তিনি আরো বলেছেন, 'জেনোয়াতে জিৎ এবং তিনি ফারিয়ার সঙ্গে ভীষণ মজা করছেন। সব মিলিয়ে দারুণ কেটেছে।'
আপনি যদি সিনেমাটি এখনো দেখে না থাকেন তাহলে দেরি না করে আজই দেখে নিন আপনার কাছের সিনেমা হলে।


No comments