Breaking News

মাইকেল আসছে

সত্রাজিৎ সেন পরিচালিত নতুন বাংলা কমেডি ছবি মাইকেল -এর আজ শুভমুক্তি।



 গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট এবং ট্রাইপড এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে মাইকেল। মাইকেল পেশায় এক কোম্পানির কর্মী। যদিও মনে প্রানে তিনি পরিচালক হতে চান। সিনেমা বানানোর স্বপ্ন পূরন করতে গিয়ে নানা চরিত্র ঢুকে পরে মাইকেল-এর জীবনে। যেমন- অভিনেতা ময়ুরবাহন, আইপিএস অফিসার টিনা, মেহের খান্না প্রমুখ। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে মাইকেলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে। তার চরিত্রের নাম শিঞ্জিনী এবং তিনি একজন রোজগেরে গৃহিণী।


 ময়ুরবাহন চ্যাটার্জির চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় কে দেখা যাবে। ছবিতে ময়ুরবাহন একজন অভিনেতা। যিনি আবার অ্যালকোহলিক এবং নারীসঙ্গ লোভী পুরুষ। মীর, স্বস্তিকা, সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন তনুশ্রী চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ, সায়নী দত্ত অরিজিৎ দত্ত, কাঞ্চন মল্লিক।



 ছবিটির শুটিং হয়েছে সারা কলকাতা জুড়ে। মাইকেল ছবির চিত্রনাট্যও লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ দে। ছবির গানগুলো গেয়েছেন সোমলতা, লগ্নজিতা, তিমির বিশ্বাস, রেখা ভারদ্বাজ-সহ প্রমুখে।  

No comments