বলিউডের ছবিতে কাজ করছেন না নুসরাত | FILMY NETWORK
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া (Nusraat Faria) টলিউডের বেশ পরিচিত একটা নাম। কারন এরমধ্যেই তিনি কাজ করে ফেলেছেন এপার বাংলার বেশ কয়েকটি বাংলা ছবিতে।
ইতিমধ্যে বিভিন্ন নিউজ পোর্টালের সূত্র মারফত জানা যায় যে, টলিউড থেকে বলিউডে পা দিচ্ছেন বাংলাদেশী অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় করবেন হিন্দি ছবিতে, ইমরান হাশমির বিপরীতে। এমন খবর প্রকাশের পর অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে বাংলাদেশের এক সংবাদ সংস্থা যোগাযোগ করলে তিনি জানান, খবরটি মিথ্যা। পাশাপাশি খবরটিকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবী করে অভিনেত্রী বলেছেন, ‘আমি তো বলিউডের ছবিতে অভিনয় করছি এমন কথা কাওকে বলিনি।’
আরো পড়ুনঃ [ সাংসদ অভিনেত্রীকে নিয়ে বাজি জিতের ]
‘যদি...কিন্তু...তবুও’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকা অভিনেত্রী নুসরাত ফারিয়া আরো বলেন যে , ‘এটা সত্যি আমি মুম্বাই গিয়েছিলাম। একটা লোক সেট করতে। সেটা তো বলিউডের কোন ছবির লোক না। সেটা অন্য একটা বিষয়ের জন্য। সেটাকে তারা ধরে নিয়েছেন বলিউডের ছবির। মুম্বাইতে কিন্তু শুধু বলিউডের ছবির জন্যই যায়না।’
No comments