টলিপাড়ার মধু'র সংসারে ভাঙন | FILMY NETWORK
মিষ্টি-মধুর সংসারে ভাঙন। বিবাহ বিচ্ছেদের পথে টলি পাড়ার মধুমিতা সরকার ও সৌরভ চক্রবর্তী।
বাংলা টেলিভিশন দুনিয়ায় অন্যতম জনপ্রিয় জুটি মধুমিতা সরকার ও সৌরভ চক্রবর্তী । ২০০৪ সালে 'সবিনয় নিবেদন' ধারাবাহিকে অভিনয় করে এই জুটি দর্শকের মন কেড়েছিল। সেই থেকেই আলাপ। দুই অভিনেতার প্রেম শুরু হতে সময় লাগেনি। স্থির করেন একসঙ্গে পথ চলার। ক্রমে তাঁরা আবদ্ধ হন বিবাহবন্ধনে। কিন্তু এবার সেই সম্পর্কে ইতি টানতে চলেছেন এককালীন হিট অনস্ক্রীন কাপল।
সৌরভ-মধুমিতার বিবাহ-বিচ্ছেদের খবর নিয়ে টলি পাড়ায় অনেক দিন ধরেই কানাঘুষো চলছিল। সব জল্পনাকে সত্যি প্রমাণ করে এক সাংবাদপত্রকে সৌরভ জানিয়েছেন, ডিভোর্সের পথেই এগোচ্ছেন তারা।
কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর উত্তরে অভিনেতা সৌরভ বলেছেন, ‘ডিভোর্স মানেই আমরা বেশির ভাগ ক্ষেত্রে ধরে নিই পরকীয়া বা বাড়ির কোনো সমস্যা। কিন্তু সব চেয়ে বড় ব্যাপার হলো দু’জনের মধ্যে ভারসাম্য ঠিক রয়েছে কিনা। কোথাও গিয়ে আমাদের কম্পেটিবেলিটি খাপ খাচ্ছিল না। ডিভোর্সটা আমাদের কাছে ওই লড়তে লড়তে, ঘামতে ঘামতে করার বিষয় নয়। আমাদের মনে হয়েছে আমরা আলাদা থাকলে অনেক ভালো থাকবো।’
এ প্রসঙ্গে মধুমিতা বলেছেন, ‘আমরা ভালো বন্ধু থাকার পর বিয়ে করেছিলাম। আর স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হলে বা আমাদের রসায়ন আর আগের মতো কাজ না করায়, একসঙ্গে থেকে শুধু মানুষকে দেখানোর জন্য, ভাঙা সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। আলাদা হওয়ার পর সৌরভের জীবনে ভালো কিছু হলে আমার যেমন ভালো লাগবে, আশা করি সৌরভেরও আমার জন্য একই অনুভূতি থাকবে।’
আরো পড়ুনঃ
সূত্রের খবর, নিজেদের মধ্যে কথা বলে কোনও তিক্ততা ছাড়াই মিউচুয়ালি আলাদা রাস্তা বেছে নিতে চলেছেন সৌরভ ও মধুমিতা।
No comments