Breaking News

শহরে আসছে নতুন ব্যোমকেশ, প্রকাশ পেল টিজার

ত কয়েক বছর ধরে দুর্গাপূজায় নতুন নতুন রহস্যের জট কাটাতে সঙ্গী অজিতকে নিয়ে হাজির হচ্ছেন ব্যোমকেশ। এবারও তার ব্যাতিক্রম ঘটছে না। পূজোয় মুক্তি পেতে চলেছে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’।

‘মগ্ন মৈনাক’ গল্প অবলম্বনে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। ব্যোমকেশের চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর সঙ্গে অজিত হিসাবে থাকছেন রুদ্রনীল ঘোষ। মুক্তি পেল ছবির টিজার।

সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবিটিতে আরও থাকছেন সুপ্রভাত দাস, গার্গী রায় চৌধুরী, আয়োশি তালুকদার, মধুরিমা বসাক, অঞ্জন দত্ত, সোমেন্দ্র ভট্টাচার্য প্রমুখ।


ছবির কাস্টিং, প্রযোজনা থেকে পরিচালনা সবকিছুতে থাকছে নতুন মুখ। পুরোনো বলতে থাকছেন অঞ্জন দত্ত। টিজারেও তাকে দেখা গেছে এক ঝলক। নতুনব্যোমকেশ জুটিকে ঘিরে উৎসাহ বাড়ছে দর্শকমহলে।

No comments