Breaking News

হাসিমুখে ছবি, সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে মোনালিসা


একটু ভুল হলেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হয় সেলেবদের। বলিউড বা টলিউড, ট্রোলের হাত থেকে রেহাই পান না প্রায় কোনও তারকাই। এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের শিকার অভিনেত্রী মোনালিসা।

ক্যান্সারে আক্রান্ত মোনালিসার শ্বশুর, কানহাইয়া সিং-এর টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছিল। তিনি গত ২৮ জুলাই মারা যান। গত বৃহস্পতিবার তাঁর পরিবারের তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। 



অভিনেত্রী মোনালিসা স্মরণসভার উপস্থিত ছিলেন । প্রয়াত শ্বশুরমশাইয়ের স্মরণসভার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোনালিসা। যেখানে দেখা যায়, প্রয়াত শ্বশুরমশাই কানাইয়া সিংয়ের ছবির সামনে দাঁড়িয়ে শাশুড়ি মা ও স্বামী বিক্রান্ত সিংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। ঘটনার সূত্রপাত এখানেই। কারণ এই ছবিতে হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা যায় অভিনেত্রী মোনালিসাকে।

এই ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। অভিনেত্রীর সংষ্কার নিয়েও কটাক্ষ করে অনেকে মন্তব্য করেন শোকসভায় হাসিমুখে কীভাবে ছবি তুলতে পারেন অভিনেত্রী।

No comments