Breaking News

প্রথমবার একসঙ্গে অর্পিতা ও স্বস্তিকা | Filmy Network

অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় প্রথমবার একসঙ্গে এক ছবিতে অভিনয় করতে চলেছেন। সৌজন্যে নবাগত পরিচালক অর্জুন দত্ত।


অর্পিতা এবং স্বস্তিকা টলিউডের প্রথম সারির দুই অন্যতম অভিনেত্রী। তবে এই দুই প্রতিভা সম্পন্ন অভিনেত্রীকে আগে কখনো একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে পরিচালক অর্জুন দত্তের ছবিতে মুখ্য ভূমিকায় একসাথে অভিনয় করতে চলেছেন তাঁরা। অর্পিতা - স্বস্তিকা ছাড়াও এই ছবিতে থাকছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়।

শ্রীরূপা (অর্পিতা), ডলি (স্বস্তিকা) আর রেণু (দেবযানী) তিন নারী। এই তিন নারীর জীবনের  আলাদা আলাদা গল্প নিয়েই এই ছবি। তিনজনের আলাদা গল্প, কিন্তু সেই গল্পই কোথাও গিয়ে একসঙ্গে মিলে যাবে, বলছেন পরিচালক অর্জুন দত্ত। ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবিটি প্রযোজনা করছে রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেনমেন্ট‌।


Director Arjun Dutta
নবাগত পরিচালক অর্জুন দত্তের এটি দ্বিতীয় ছবি হতে চলেছে। তাঁর প্রথম ছবি 'অব্যক্ত' এখনও মুক্তি পায়নি। তবে বার্লিনে অনুষ্ঠিত ইন্দো-জার্মান ফিল্ম উইকে সেরা আঞ্চলিক ছবির সম্মান পেয়েছে 'অব্যক্ত'।

No comments