‘ভটভটি’ করে রুপকথার জগতে পাড়ি - Filmy Network
শৈশবের রুপকথার স্বাদ পেতে চলেছি তথাগতর ‘ভটভটি’-র
হাত
ধরে । আমরা সকলেই ছোটো বেলাই ঠাকুমা, দাদুর কাছে
সুন্দর গল্প শুনতাম । তারপর এক রুপকথার
জগতে চলে যেতাম । কতই না সুন্দর ছিল সেই কল্পনায় আঁকা জগত । কিন্তু বড়ো হবার
সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেলো সেই জীবন ।
এইবার পরিচালক তথাগত
মুখার্জি হাজির হলেন সিনেমা ‘ভটভটি’ নিয়ে । এই সিনেমায় ভটভটি নামে একটা ছেলে
ভটভটি করে একটা বস্তিতে এসে উপস্থিত হয় এখান থাকেই গল্পের শুরু । এরপর জল এর নিচে প্রাসাদ
আর জলপরি থাকতে পারে সে জানতে পারে ডোমদাদা ও পাখিদির কাছ থেকে । এরপর সে সেই রূপকথার
জগত বাস্তবে দেখতে পায় । ব্যাস এর থেকেই সে চলে যাই জলপরির জগতে ।
ভটভটি ও জলপরির চরিত্রে
দেখা যাবে নতুন জুটি ঋষভ বসু ও বিবৃতি চট্টোপাধ্যায়-কে । এছাড়াও এই ছবিতে রয়েছেন দেবলীনা দত্ত মুখোপাধ্যায় , রজতাভ দত্ত , মমতা শংকর
, দীপঙ্কর দে প্রমুখেরা । সিনেমাটি
প্রয়োজনা করছে পিএসএস এন্টারটেইনমেন্ট ও প্রমোদ ফিল্মস । খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে
এই সিনেমার শুটিং । আগামী বছর মুক্তি পাবে এই সিনেমাটি ।
আরও দেখুন :- দিনেদুপুরে কলকাতায় ফের হেনস্থার শিকার টলিউড অভিনেত্রী
No comments