পয়লা বৈশাখে শুভশ্রী-শাকিব আসছে 'চালবাজ' -ই করতে... দেখুন ফার্স্ট লুক
কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের শাকিব খান অভিনীত 'নবাব' দুই বাংলায় দারুণ সাফল্য লাভ করে। জনপ্রিয় জুটি পহেলা বৈশাখ নিয়ে আসছে তাদের নতুন ছবি 'চালবাজ'।
ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ এবং জাজ মাল্টিমিডিয়া। যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করছেন ভারতের জয়দেব মুখার্জী এবং বাংলাদেশের অনন্য মামুন। লন্ডন, ভারত ও বাংলাদেশে ছবিটির শুটিং হয়েছে। ছবিটি ১৩ই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে ভারতে মুক্তি পাবে। দেখুন সম্প্রতি প্রকাশিত হওয়া 'চালবাজ' -এর ফার্স্ট লুক -
ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ এবং জাজ মাল্টিমিডিয়া। যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করছেন ভারতের জয়দেব মুখার্জী এবং বাংলাদেশের অনন্য মামুন। লন্ডন, ভারত ও বাংলাদেশে ছবিটির শুটিং হয়েছে। ছবিটি ১৩ই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে ভারতে মুক্তি পাবে। দেখুন সম্প্রতি প্রকাশিত হওয়া 'চালবাজ' -এর ফার্স্ট লুক -
Post Comment
No comments