Breaking News

মামা হলেন অঙ্কুশ..


 মামা হলেন অঙ্কুশ . . .

   টলিউডের এখনকার অন্যতম ব্যস্ত নায়ক অঙ্কুশ হাজরা। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে তিনি উপস্থিত হয়েছিলেন তার ছোট্ট মিষ্টি ভাগ্নির অন্নপ্রাশনে। প্রচলিত রীতি মেনেই আদরের ভাগ্নিকে মুখে ভাত খাওয়ান এবং আশীর্বাদ করেন।
A post shared by Ankush (@ankush.official) on
মামা হয়ে দারুণ খুশি অঙ্কুশ নিজেকে 'গর্বিত মামা' হিসাবে উল্লেখ করেন।
একান্তই পারিবারিক এই অনুষ্ঠানে অঙ্কুশের প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন উপস্থিত ছিলেন। সাদা পাঞ্জাবিতে অঙ্কুশ এবং গোলাপি বেনারসিতে ঐন্দ্রিলাকে খুবই সুন্দর লাগছিল।

No comments