Breaking News

'এক যে ছিল রাজা' -র দল করল দার্জিলিং তোলপাড় .. দেখুন ছবি

  ভাওয়াল সন্ন্যাসীর ঘটনা ও  মামলা থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সৃজিত মুখার্জি বানাচ্ছেন তার পরবর্তী ছবি 'এক যে ছিল রাজা'। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবিটির ফার্স্ট লুক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।


  ছবিতে রাজার ভূমিকা অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। ইন্দ্রানী দত্তের মেয়ে, রাজনন্দিনী দত্তকে দেখা যাবে যীশুর স্ত্রীর ভূমিকায়। যীশুর বোনের ভূমিকায় জয়া আহসান, শ্যালকের ভূমিকায় অনির্বাণ এবং তনুশ্রী চক্রবর্তীকে দেখা যাবে এক রক্ষিতার ভূমিকায়। অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন -  উভয়কে দেখা যাবে উকিলের চরিত্রে অভিনয় করতে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন রুদ্রনীল ঘোষ।
  ছবিটির শুটিং চলছে জোরকদমে। সম্প্রতি সৃজিতের 'এক যে ছিল রাজা' -র দলকে দেখা গেল দার্জিলিং তোলপাড় করতে। ম্যালে ঘুরছে, গ্লেলারিজ-এ খাচ্ছে, আবার ৩° তাপমাত্রায় শুটিং-ও করছে। রইল তারই কিছু মুহূর্ত -








No comments