Breaking News

" চোখের পলক পড়বে না আপনার " দেখুন

চোখের পলক পড়বে না আপনার, এমনই রুদ্ধশ্বাস এক অচেনা প্রেমের গল্প দৃষ্টিকোণ।


এবার অন্য দৃষ্টিকোণ থেকে প্রসেনজিৎ-ঋতুপর্ণা প্রেমের কাহীনি তুলে ধরেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি । এর আগে ২০১৬ সালে 'প্রাক্তন' ছবিতে শেষ বারের মত দেখা গিয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে । আবার কৌশিক গাঙ্গুলি তাঁর পরবর্তী ছবি 'দৃষ্টিকোণ'এ ফিরিয়ে আনছেন এই জুটিকে । গত ২৫ শে জানুয়ারি 'দৃষ্টিকোন'-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে ।


 ছবির প্রথম ঝলক সত্যিই অসাধারন । একটা ধূসর চোখ তার উপর চশমা । সত্যিই চমকপ্রদ প্রথম দৃশ্য । ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে । সুরিন্দর ফিল্মস প্রযোজিত কৌশিক গাঙ্গুলির পরিচালনা এই বৈশাখে আসতে চলেছে 'দৃষ্টিকোণ' সিনেমাটি । দেখুন ‘দৃষ্টিকোণ’-এর পোস্টার -


No comments