বাংলা সিনেমার অগ্রগতির নতুন এক গল্প লিখছে 'অ্যামাজন অভিযান'
'অ্যামাজন অভিযান' শুরু থেকেই চমকের পর চমক দিয়েই চলেছে। বিরাট অংকের বাজেট, অ্যামাজনে শুটিং, দুরন্ত VFX, বিশাল পোস্টার - সর্বত্রই চমকে ভর্তি। যা আগে কোন বাংলা সিনেমা হয়নি। 'অ্যামাজন অভিযান' মুক্তি পাওয়ার পরও সেই চমক অব্যাহত রাখে বক্সঅফিসে দারুন সাফল্যের দ্বারা। ছবিটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই কোটি টাকার ব্যবসা করে। টলিউডের ইতিহাসে যা এক মাইলস্টোন তৈরি করেছে। 'অ্যামাজন অভিযান' শুধু বাংলায় সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে যেতে চলেছে সারা দেশব্যাপী।
No comments