Breaking News

"আমাজনের জঙ্গল এখন আপনার পাড়ায়"


শীতের মানেই একটু অন্য রকম,একটু বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করা,কাছের মানুষদের সঙ্গে অনত্র গিয়ে সময় কাটানো । তবে এই ব্যস্ত জীবনে সময় বার করা খুবই সমস্যার ব্যাপার । তবে এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছেন পরিচালক কমলেশ্বর মুখ্যার্জি । তাঁর দৌলতে এবার আপনারা 'আমাজন্ অভিযান-এর' স্বাদ পাবেন আপনাদের কাছের প্রেক্ষাগৃহে ।

 গতকাল, কমলেশ্বর মুখ্যার্জির পরিচালনায় 'আমাজন অভিযান' মুক্তি পেয়েছে । ছবিতে শঙ্করের আমাজন অভিযানের কাহীনি তুলে ধরেছেন পরিচালক । একটা আসাধারন আডভেঞ্চারের স্বাদ পেতে হলে অবশ্যই এই 'আমাজন অভিযান' দেখতে হবে ।

No comments