Breaking News

আবারও একসঙ্গে পাওলি-ঋত্বিক জুটি | Filmy Network

ব্যোমকেশ, ফেলুদা, সোনাদার পর টলিউডে হাজির নতুন এক গোয়েন্দা। নাম শান্তিলাল ভট্টাচার্য। পরিচালক প্রতীম ডি গুপ্তার হাত ধরেই বড় পর্দায় আসতে হতে চলেছে  শান্তিলাল। আর এই ছবিতেই আবারও একসঙ্গে দেখা যাবে পাওলি-ঋত্বিক জুটিকে।

নিজের লেখা চিত্রনাট্য 'ইঙ্ক'-এর উপর ভিত্তি করেই প্রতীম তৈরি করছেন 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' ছবি। পরিচালক প্রতীম ডি গুপ্তা বলেছেন, '' ছবির নাম ইঙ্ক বদলে ফেলা হয়েছে কারণ নাম শুধু এটি বাংলা নাকি ইংরাজি ছবি তা বুঝতে সমস্যা হতে পারে। আমি এবার এই ধারাবাহিক গোয়েন্দা গল্প তৈরি করব, যেখানে ছবির নাম গোয়েন্দার নামের ভিত্তিতেই বেছে নেওয়াটা দরকার। আশাকরি এবার থেকে শান্তিলাল ফ্র্যাঞ্চাইজির ছবি তৈরি হবে। তবে এক্ষেত্রে আমায় কপিরাইট কিনতে হয়নি, কারণ গল্পটা আমার নিজের লেখা। ''
আগে কোনও বাংলা ছবিতে গোয়েন্দার ভূমিকায় অভিনয় না করলেও এই ছবিতে গোয়েন্দা শান্তিলাল ভট্টাচার্যের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এ প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী বলেছেন, '' চিত্রনাট্য পড়ে আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার, আবার পাশাপাশি গল্পটা বেশ মজার। আশাকরি প্রতীমের সঙ্গে এই ছবিতে কাজ করতে ভালো লাগবে। এটা প্রতীমের সঙ্গে আমার চতুর্থ কাজ। ''

ঋত্বিকের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। প্রসঙ্গত, পাওলি-ঋত্বিক জুটিকে এর আগে 'মাছের ঝোল' ছবিতে দেখা গিয়েছিল।

এছাড়াও এই ছবিতে দেখা যাবে গৌতম ঘোষ, চিত্রঙ্গদা চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য সহ অন্যান্যদের।একটি অতিথি চরিত্রে থাকছেন সৃজিত মুখোপাধ্যায়।  ছবির সম্পাদনা করেছেন শুভজিৎ সিংহ। শুভঙ্কর ধর এই ছবির সিনেমাটোগ্রাফার। প্রযোজনায় সঞ্জয় আগরওয়াল এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্কপ্রভ মুখোপাধ্যায়। আগামী আগস্ট মাসে মুক্তি পাবে এই ছবি। 

1 comment: